ভাষা পরিবর্তন করুন
×
বিষয়বস্তু
বাংলা – কুমাওনি
থানায়
  • কনস্টেবল - বলুন, কার সাথে দেখা করতে চান?
    কউ/কও, অপুং কৈ দগৈ মিলণ চাংছা?
  • গোপাল - আমি বড় বাবুর সাথে কথা বলতে চাই।
    মৈ থাণদার সৈপ দগৈ মিলন চানু/চাংছু।
  • কনস্টেবল - কেন?
    কিলে?
  • গোপাল - আমার বন্ধু চট পেয়েছে। তাই রিপোর্ট করাতে হবে।
    ম্যার দগড়ু কেই চোট লাগি গই। যেকি রিপোট লিখুণ ছু।
  • কনস্টেবল - অইদিকে দেখুন, স্যার বসে আছেন সামনে।
    উথাঁ চাও, সামনে ঠুল সেব ভই রইং/বেঠি ছন।
  • কনস্টেবল - এসো, বসো। কী হয়েছে?
    আও, বেসো। মাইদাগে কে কাম ছু?
  • গোপাল - কমপ্লেন লেখাবো।
    মৈ এক সিক্যাট লিখুঁ চানু/চাঁছু।
  • কনস্টেবল - বোলো, কী কম্পেন করতে চাও?
    কও, কে সিকাইত ছু?
  • গোপাল - এক্ষুনি একজন বাইকে আমার বন্ধুকে ধাক্কা মেরেছে।
    আল্লা-আল্লা ম্যার দগড়ীকৈ। এক মোটর সাইকেল ওয়ালল টক্কর মারি দে।
  • কনস্টেবল - সে এখন কেমন আছে?
    অব উ কস ছু?
  • গোপাল - সে হাঁটতে পারছেনা।
    ভি কয়া ভালি কে/ভাঁ হিতি নি যাণয়/জাণয়।
  • কনস্টেবল - তোমার বন্ধু এখন কোথায়ে?
    আব আপুংক দগড়ী কাং ছু?
  • গোপাল - একজন ওকে সাহারা দিয়ে নিয়ে আসছে।
    এক আদিম উকং সহার দিবের ইথইকে ল্যূণৌ।
  • মাহেশ - নমস্কার, পুলিশ বাবু।
    নমস্তে, থাণদার সৈপ।
  • কনস্টেবল - এসো বসো। কোথায়ে লেগেছে, দেখাও।
    আও বেঠো। অপুংকৈ কাং চোট লাগি রই? দিখাও।
  • মাহেশ - এইযে, হাঁটুতে চট লেগেছে।
    দেখো, ম্যার ঘুনোং মেং চোট লাগি রই।
  • কনস্টেবল - কে ভুল দিক দিয়ে যাচ্ছিলো?
    গলত সাইড মেং কো হিটণৌছি?
  • মাহেশ - বাইকে চেপে লোকটা ভুল দিক দিয়ে দ্রুত গতিতে আসছিলো?
    মোটর সাইকেল ওয়াল গলত সাইড মেং তেজ চলণৌছি।
  • কনস্টেবল - বাইকের লোকটার বিরুদ্ধে কমপ্লেন/এফআইআর লেখাবেন?
    কে অপূং মোটর সাইকিল ওয়ালক খিলাপ সিকৈত / এফ.আই.আর. লিখুণ চাংছা?
  • মাহেশ - হ্যাঁ, আমি কমপ্লেন করতে চাই।
    জি হই, লিখুণ চানুং/চাংছু।
  • কনস্টেবল - আচ্ছা, তাহলে গিয়ে মুনশি বাবুর সাথে এফআইআর লিখিয়ে এসো। লিখিয়ে দিলে আমরা পদক্ষেপ নিতে পারব।
    যাও, মুশি জ্যু থাই এফ.আই.আর. দার্জ করাও ঔর এই পরি হম জরুড়ী কারবাই করুঁল।