আজকাল পোকেতে ভরা টাকা থাকতে হয়, তাই না। টাকা দিলেই সব প্রস্তুত হয়ে যায়।
ব্যানক্বেট হলের লকটিকে বলে দিয়ো সব ব্যাবস্থা হয়ে গেছে, চিন্তা করার কিছু নেই, ঠিক আছে?
যাই ঘটুক না কেন, সব ব্যাবস্থা তো করতে হবে। কার্ড প্রিন্ট করতে হবে, আলো লাগাতে হবে, গৃহস্থালীর জিনিসপত্র কিনতে হবে এবং ব্যানক্বেট হলের দাম এখন আকাশ ছোঁয়া। আমি এটা বন্ধুর বাড়ি থেকে করার কথা ভাবছি। এটা কি ঠিক হবে?
তোমার কথা শুনে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, বলবো?
তেঁরি বাত সুণিং বের মের দিমাগ মেং এক আইডিয়া জই্ ঐগো, বতুং ?
বল, তোর পোড়া মাথায়ে কী চলছে?
বতা বতা কে্ আইডিয়া আ তেঁরি দ্লিদিরি খোঁপড়ি মেং।
এই, আমার মাথাকে পোড়া বলছিস কোন সাহসে। কুড়ি বছর ধরে সরকারী দপ্তরের ডিরেক্টর ছিলাম। কী ভাবিস আমায়ে। আমার অধীনে দপ্তরে পঞ্চাশটি নতুন প্রকল্প চালু করা হয়েছে যাতে দপ্তরের প্রচুর ফায়দা হয়েছে।
কিলৈ রে্ মেরি খাঁপড়ি ক্ দ্লিদিরি কূঁণৌং ছই সাঁবা, বীস সাল ডায়রেক্টর রয়ুং সরকারি বিভাগ মেং। কে্ সমঝ ছই মকং? পচাসন নঈ নঈ যোজনা মৈংল বিভাগ মেং চলৈই জনল বিভাগ ক্ ফৈদ ভউ।
আরে, যখন বুদ্ধি আসছিলনা, তখন পোড়া ছিল। এখন চল তো, কাছেই বাড়ি, বউদির হাতের চা খাই। তুই তো আর খাওাচ্ছিস না, ওরে এতো টাকা কোথায় রাখবি, লজ্জা কোর।
তোর জন্যে বাড়ির দরজা কবে বন্ধ ছিল? যখন ইচ্ছা এসে চা খেয়ে যা। মালকিন এমনিতেই তোর বউদি, তুই এলে অর ভালো লাগবে। এবার তোকে নিমন্ত্রণ করে বাড়ি জিয়ে যেতে পারব না।