ভাষা পরিবর্তন করুন
×
বিষয়বস্তু
বাংলা – কুমাওনি
আত্মীয়দের বাড়িতে
  • নমস্কার দীনেশ ভাই, তোর কেমন চলছে?
    নমস্কার हो দিনেশ, কে হেইরাইন নায়ে তাজি।।
  • আরে ভাই আর কী বা হবে, সব একই।
    কে হুনিং ইয়ার নই তাজি, উস্সৈ ভৈ্ পুরাংণৈং।
  • কেন, আমি শুনলাম তোমার ছেলের বিয়ে ঠিক হয়েছে।
    কিলৈ মৈং ল্ সুণিং কি চ্যালৌ্ক ব্যা্ ঠৈরৈ হালৌ।
  • হ্যাঁ, তা বিয়ের কথা হয়েছে কিন্তু এখনো দিন ঠিক করা হয়নি।
    হাং ঠৈর ত্ গো পর আই তারিখ তয় নি ভই।
  • তাহলে কেন বলছো নতুন কিছু হচ্ছেনা। এই তো নতুন খবর।
    পৈ ইয়ার ক্যুংহুং কূণৌছৈ নঈ তাজি কে নি হৈরৈ। ইয়ো তাজি বাতৈ ত্ ছ্।
  • আরে, দিন ঠিক হলে তো পাকা খবর হবে। তা না হলে তো কথার জোর থাকেনা।
    অরে তারিখ পক্কি হয়ে জানি তবৈ ত্ হুনি নৈ নঈ তাজি। আজি ত্ বাত হাবে মেং ছ্ যার।
  • আরে বিয়ে ঠিক হলে তারিখও ঠিক হয়ে যাবে।
    অরে জাং ব্যাঁ পক্ক হেগো বাঁ তারিখ লই্ পক্কী হেই জালি ভাই।
  • ওই তো সমস্যা, তারিখ ঠিক হয়ে গেলে সব রকমের কাজ এগিয়ে রাখা যেতে পারে, সময় লাগে তো। গ্রাম তো শহরের মত না, সব প্রস্তুতি নিতে হয়।
    তৌ্ই ত্ দুখ ছ্ তারিখ পক্কী হয় জাঁঁনি তো ফির পচাসোঁ ইন্তজাম লই ক্ করণ হুঁনি যার, উনন মেং টেম লাগং। শহরন মেং ত্ সবৈ ইন্তজাম করণ পড়ং, গৌঁনাঁক জস জ় কে্ ছ্।
  • আজকাল পোকেতে ভরা টাকা থাকতে হয়, তাই না। টাকা দিলেই সব প্রস্তুত হয়ে যায়।
    ব্যানক্বেট হলের লকটিকে বলে দিয়ো সব ব্যাবস্থা হয়ে গেছে, চিন্তা করার কিছু নেই, ঠিক আছে?
  • যাই ঘটুক না কেন, সব ব্যাবস্থা তো করতে হবে। কার্ড প্রিন্ট করতে হবে, আলো লাগাতে হবে, গৃহস্থালীর জিনিসপত্র কিনতে হবে এবং ব্যানক্বেট হলের দাম এখন আকাশ ছোঁয়া। আমি এটা বন্ধুর বাড়ি থেকে করার কথা ভাবছি। এটা কি ঠিক হবে?
    চাহে কে লৈ হো দৌডভাগ ত করণৈ পণঙ্ঘ। কার্ড ছপুংণ হুনিং, লাইটৌক ইন্তজাম লৈ করণ হুং, ঘরৌক সৌদপত্ত লৈ খরিদণৈ পণঙ, বৈংকট হৌল বাঁলনাংক ত্ রেট আসমান মেং ছন। মের মন মেং ত্ ঘরৈ বটি করণৌংক বিচার ঊংণৌ যার, তু বতা কস ঠীক রউল।
  • তোমার কথা শুনে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, বলবো?
    তেঁরি বাত সুণিং বের মের দিমাগ মেং এক আইডিয়া জই্ ঐগো, বতুং ?
  • বল, তোর পোড়া মাথায়ে কী চলছে?
    বতা বতা কে্ আইডিয়া আ তেঁরি দ্লিদিরি খোঁপড়ি মেং।
  • এই, আমার মাথাকে পোড়া বলছিস কোন সাহসে। কুড়ি বছর ধরে সরকারী দপ্তরের ডিরেক্টর ছিলাম। কী ভাবিস আমায়ে। আমার অধীনে দপ্তরে পঞ্চাশটি নতুন প্রকল্প চালু করা হয়েছে যাতে দপ্তরের প্রচুর ফায়দা হয়েছে।
    কিলৈ রে্ মেরি খাঁপড়ি ক্‌ দ্লিদিরি কূঁণৌং ছই সাঁবা, বীস সাল ডায়রেক্টর রয়ুং সরকারি বিভাগ মেং। কে্ সমঝ ছই মকং? পচাসন নঈ নঈ যোজনা মৈংল বিভাগ মেং চলৈই জনল বিভাগ ক্‌ ফৈদ ভউ।
  • আরে, যখন বুদ্ধি আসছিলনা, তখন পোড়া ছিল। এখন চল তো, কাছেই বাড়ি, বউদির হাতের চা খাই। তুই তো আর খাওাচ্ছিস না, ওরে এতো টাকা কোথায় রাখবি, লজ্জা কোর।
    অরে দ্লিদিরি ভই্ জব উমেং যো্ আইডিয়া নি উণৈং কি যার হিট পৈ্ ঘর নজিকৈ ছ্, ঘর হিট বোজি হাথৌ্ক এক ঘুটুক চহা পি আলৈ। কাং ধরলৈ ততু ডব্লনকং, শরম কর।
  • তোর জন্যে বাড়ির দরজা কবে বন্ধ ছিল? যখন ইচ্ছা এসে চা খেয়ে যা। মালকিন এমনিতেই তোর বউদি, তুই এলে অর ভালো লাগবে। এবার তোকে নিমন্ত্রণ করে বাড়ি জিয়ে যেতে পারব না।
    অরে ত্যার লিজি ঘরা দ্বার ঢক জই্ রাখিং রে। জাই্, জভত মন ঊং ত্যার চহা পিংকিং। মকান মালকিন তেঁরি বোজি লাগনের ভই্, উ ত্ ত্যার ঊং মেং খুশ জই্জাং বাংকিং। অব কৈ বের ত্ নি লিজ্যানুং তুকং অপণ দগঈ ঘর।
  • নিয়ে জাস না, আমার পা নেই বুঝি। আমি নিজেই চলে যাবো। তুই আমার পিছনে পিছনে আসতে থাক।
    ঝন লিজয়য়, ম্যার পাস খুট ন্হাংতনাং কে্। মৈং খুদই ন্হই জুংন ঔর জুংন কে্ জাংণয়ুং। তু ঊংনৈ রয়ৈ ম্যার পিছাড়ি পিছাড়ি।
  • চল যাই, ও না, দাঁরা, ভুলে গেছিলাম তোর বউদি এক প্যাকেট চা আনতে বলেছে। একটু সামনের হরিশের দোকান থেকে এনে দিতে পারবি, এই নে একশো টাকা নে। আমি এখানেই আছি।
    হিট পৈ অঘিল অঘিল। অরে রুক যার রুক, মৈং ত্ ভুলি গয়ুং তেরি বোজিল এক পৈকেট চহাক মানগ্বে রাখ ছি, মকং যাদয় ন্হাং। জা ধ্‌ জরা সামণিং হরিয়ৈ্কি দুকান বৈ লিয়া ধ্‌ এক পৈকেট, লে ডবল লৈ লিজা সঁ রুপয়ঙ্ক। মৈং ইল্লৈঈ ঠাড় ছুং।