আচ্ছা,তিওয়ারি জি জানিয়েছিলেন, ঠিক আছে। আমি আবার ভাবছি তুমি কীভাবে জানলি যে আমার আজ সবজি লাগবে? চলো, দারুণ কাজ করেছ, বন্ধু। সকালে হাটে যেতে হবে বলে দুশ্চিন্তায় ছিলাম, কিন্তু এখন সেই টেনশন থেকে মুক্ত। তুমি জ্ঞানী এবং অন্যদের সম্পর্কে সত্যিই উদ্বিগ্ন।
লিখে নাও, 10 কেজি টমেটো, 5 কেজি কুমড়া মটর ভালো? 5 কেজি মটর যোগ কোরো। আমাদের ফুলকপি নাকি বাঁধাকপি বানানো উচিত? চলো, বাঁধাকপিটা অসাধারন লাগছে, এর 5 কেজি দাও। আমি যে সবজি কিনেছি তার উপর ভিত্তি করে লঙ্কা এবং ধনে পাতা আধা কেজি ভালো আদা যোগ করতে ভুলবেন না। হ্যাঁ, একটি সালাদও বানানো হবে, তাই 5 কেজি শসা এবং মূলা যথেষ্ট।
এই নিন, সব সবজি দিয়ে দিয়েছি। আর কিছু লাগলে বলে দিন, সেই মত দিয়ে দেবো। ব্যাগ এনেছেন যাতে এই সবজি ভরে দেবো?
যো্ লিয়ৌ বাব সৈপ সাগ ত্ সব হৈগো তুমর। কে বাকি রৈগো যা ঔর লৈ কে চৈং তা উলৈ বতাও ঔর পর্চাংক হিসাবেল মিলৈ লৈ লিয়ৌ। বোরী কত্ত লৈ রৌছা কে যাং মৈ দংযুং যাং বতি।
তুমি নিজের এক দুটো বস্তায় দিয়ে দাও আপাতাত, আমি বাড়ি থেকে নিয়ে আসতে ভুলে গেছি, আমার আবার ফেরত দিয়ে যাবো, তবে টমেটো ওপরে রেখো। আচ্ছা বোলো, সব মিলে কত হল?
তৌ্ সব ত্ যার তুই অপণ পাস বটি এক দ্বি কট্টন মেং ধর দে ভলীকৈ, মৈ ত্ ল্যুংণৈং ভুল গয়ুং ঘর বটি, তুকং দি জূংন বাপস লেকিন যার টিমাটর সবন হৈ মলি ধরিয়ৈ। ডবল ল্যৈ্ বতা জোড বের।
আছা বস্তায় দিয়ে দিচ্ছি। সব মিলে 475 টাকা হয়েছে কিন্তু আপনি আমায়ে তিনশো টাকা দিন।
ঠিক বলেছেন স্যার, কিন্তু আমি কথার খেলাফ করিনা, দুশো টাকা ফেরত নিয়ে নিন। আপনার ঠিক না মনে হলে এই দুশো টাকা আমার তরফ থেকে ঈশ্বরের কাছে একটি ছোট উপহার ভেবে নিন। কখনো কিছু দরকার পরলে যে কাউকে পানুওার দোকানে পাঠিয়ে দেবেন।
ইয়ো লিয়াউ সাইপ ডিভি সাউ রুপেইন তুম পাকদাউ, পানুভাইল জে কাই দি ইউ কাই দি। তুমার দিল তব লাই নিন মানউ তা ইয়ো দ্বী সউ রূপাইন মেরি তারাব বাতি নান্নিন ভেন্ত সমাজ বের ভগবান কে অর্পন কর দিয়া। অর কে ছাইলাউ তাইম বিতাইম, লাগাই দিয়া কাইকান লাই পানুভাইঙ্কি দুকান মেন। ভেজি ডিউন সাগপাট আর জে লাই চাইল।
আমাদের কিছু কম পরলে তোমার কাছেই আসবো কিন্তু। আর হ্যাঁ, তুমি আমাদের এখানে খেয়ে যাবে, আমি তমকে রামায়নে নিমন্ত্রণ করছি। আসবে কিন্তু, নাহলে আর কথা বলবো না।