ডাক্তার, গত তিন দিন ধরে আমার জ্বর হয়েছে এবং অবস্থা খুব খারাপ। অত্যধিক শরীরের ব্যথা, খিদে নেই। অতিরিক্তভাবে, মাথাব্যথা এবং সর্দি সর্দির লক্ষণ। আমি হতাশ।
আমাকে ঠিক করে বলুন গত তিন দিনে কী খেয়েছেন, তাহলেই আমি সঠিক আন্দাজ করতে পারবো।
খাঁণপিণ মে কে্ ল্হে তীন চার দিন পৈলি তুমল যো্ লৈ মকং বতাঔ তবৈ সহী অন্দাজ ঐ সকৌ্ল।
আমি বাড়ির খাবার খাচ্ছিলাম, কিন্তু চার দিন আগে আমার খুব তেষ্টা পেলো আর আমি বন্ধুদের সাথে ফ্রিজের ঠাণ্ডা ককা কলা খেয়ে নিলাম। ব্যাস, তার পরের দিন থেকেই জ্বর হয়ে গেলো।
খাঁণপিং ত্ ঘরৈ কৈ ভৈ্ সাইপ লেকিন চার দিন পৈলি প্যাস লাগি রৈছি তো এক ফ্রিজৈ্কি ঠাঁদী কোকাকোলা পি দে দোস্তানাংক দগৈ। বস বীকৈ দুহাঁর দিন বৈ বুখার আইগো।
ঠিক বলেছেন ডাক্তার বাবু। ঠাণ্ডা কিছু খাওয়াটা ঠিক হয়নি, তাই তো এইসব হচ্ছে। এখন থেকে আমি ঠাণ্ডা কিছু আর খাবো না। এর জননেই আমার অবস্থা খারাপ।
এই দুটি ওষুধ দিনে তিন বার গরম জলের সাথে খাবেন। সকালে জলখাবারের পরে এই ওষুধটি খাবেন এবং দিনে চার বার এক ছিপী জল মিশিয়ে এই ওষুধটি খাবেন।
যো্ দ্বি দ্বি গোই খাঁণ ছন দিন মেং তীন বার গরম পাঁণি দগৈ। যো্ এক গোলি রত্তৈ নাশ্তা করিয়া বাদ ঔর দিন মেং চার বার যো্ পিংণি দবাই এক ঢক্কন গরম পাঁণি মেং মিলই বের পি লহিয়া।
ঠিক আছে কম্পাউন্ডার বাবু। কত হলো?
ঠীক ছ্ কম্পোডার সাইপ। ডবল কতু হেগয়েইং?
একশো টাকা চেক আপ এর জন্যে এবং আশি টাকা ওষুধের। একশো আশি টাকা দিন।