ভাষা পরিবর্তন করুন
×
বিষয়বস্তু
বাংলা – কুমাওনি
রাস্তায় লিফট নেওয়ার সময়ে
  • দাদা, স্কুটারে করে কোথায়ে চললে?
    দাজ্যু, তুম স্কুটারৈল কাহুঁ জানউছা?
  • আমি তো ওপরে যাচ্ছি।
    মে ত মালিকায় উয্যানী জানাউঁ।
  • আপনি কতদূর উপরে যাবেন?
    মালিকাই উজ্যান্নিন কান জানলাই জালা?
  • আমি কাসার দেবী পর্যন্ত যাচ্ছি, কেন?
    মালি কাসারদেবী জানলাই জানলায়, কিলাই?
  • দাদা, আমাকে একটু পোস্ট অফিস যেতে হবে, তুমি নিয়ে যাবে?
    দাজ্যু মাকানলৈ যারা মালি পোস্ট অফিস জানলৈ জাণাচ্ছি, লিজাই ডেলা আপন দগৈ?
  • নিশ্চয়ই।, আমি ওইদিকেই যাচ্ছি। তুমিও চলো।
    জারুর হিটৌ মে ত মালিকৈ জানউ লাগ র‍্যুউঁ। তুমলৈ হিটৌ।
  • ধন্যবাদ দাদা, এখানে নামিয়ে দাও।
    ধন্যাবাদ দাদী বাস মাঙ্ক ইল্লাইয়া উতার দিয়াও।
  • ধন্যবাদ বলার মত কিছুই না। নিন, নামুন।
    ধান্যাওাদৈ কই বাত নহান। লিয়াও উতরাও।
  • আচ্ছা দাদা, এখন চলি, পরে দেখা হবে ক্ষণ। ভালো থেকো।
    আচ্ছা ভাই হিটুঁ, ফির মিলুন্ন কাভ্ভৈ। তুমার ভাল হয়।