ভাষা পরিবর্তন করুন
×
বিষয়বস্তু
বাংলা – কুমাওনি
বাস স্টপে
  • যুবক- ড্রাইভার বাবু, আপনার গাড়ি কোথায়ে যাচ্ছে?
    ড্রাইভার সাইপ কাং জাংলৈ জাংণৈং তুমরি গাঁড়ি?
  • ড্রাইভার- গরুড় যাবে। আপনি কোথায়ে যাবেন?
    যো্ ত্ গরুড জাংলৈ জালি। তুমনকং কাং জাংণ ছ্?
  • যুবক- আমি গওালদম যেতাম। কোনো গাড়ি ওদিকে যেতে চাইছে না।
    মকং ত্ গ্বালদম জাংণ ছি। গাঁড়ি নি মিলনৈ ক্বে বাং জাংণিং।
  • ড্রাইভার- রানিখেত থেকে গওালদমের দিকে একটি গাড়ি আসবে কিছুক্ষণের মধ্যে।
    অল্লৈ থোড়ি দের মেং রানিখেত বটি আলি গ্বালদম জাংণি বাংলি গাঁড়ি।
  • যুবক- কটা নাগাদ আসবে? বসার জায়গা পাবো?
    কতু দের বাদ আলি উ? জাং মিল জাংলি উমেং?
  • ড্রাইভার- প্রায়ে আধ ঘণ্টা পরে। আরাম করেই যেতে পারবেন, বসার জায়গা পেয়ে যাবেন।
    আদু ঘন্ট বাদ। উ মেং জৈ সকছা আরামৈল, জাগ লই মিল জালি।
  • যুবক- গাড়ি তে টিকিট পেয়ে যাবো?
    টিকট গাড়ি মে মিলোলো কে?
  • ড্রাইভার- না, আপনাকে কাউন্টার থেকে টিকিট নিতে হবে।
    নৈ্ নৈ্ টিকট ত্ ভিতের কউন্টারৈ বটি লিংন পড়উ্ল তুমনকং।
  • যুবক- এখান থেকে গওালদমের টিকিটের দাম কত হবে বলতে পারবেন?
    কতুক হোল টিকেট যাং বটি গ্বালদম জাংলৈ, বতৈ দেংলা?
  • ড্রাইভার- এখান থেকে একজনের আশি টাকা।
    অস্সী রুপৈং লাগনিং পুরি সবারীক যাং বটি।
  • যুবক- ধন্যবাদ ড্রাইভার বাবু, ভালো করে বলে দিলে আমায়ে।
    ধন্যবাদ হো ড্রাইভার সাইপ তুমৌর, তুমল মকং ভলীকৈ বতৈ দে।
  • ড্রাইভার- কোনো অসুবিধা নেই, যাত্রীদের সাহায্য করা আমাদের কর্তব্য।
    কোই বাত নৈ, যো্ ত্ হমৌর কামৈ ভৈ, সবারী কং সহী বতূংনৌ্ক।
  • যুবক- দাদা, চট করে এক গ্লাস চা দেবেন?
    ভাই সাইপ এক গিলাস চা বড়ে দেওয়া জলদি।
  • দোকানদার- এতো তাড়া কিসের, চা বানাতে একটু সময় লাগে বৈকি।
    কাং জলদি হয় রয় ততুক, চহা বড়ন মে জরা টেম ত লাগনৈ ছ্।
  • যুবক- দাদা, গওালদম যাবো, রানিখেতের গাড়ি তা ছুটে গেলে কীকরে যাবো?
    গ্বালদম জাংণ ছ্ মৈংল দাদী, কেং রাণিখেত ওয়ালি গাঁড়ি ছুট জালি তো্ কসি জূংন।
  • দোকানদার- চিন্তা করবেন না, ড্রাইভারো এখানে চা খেয়ে তারপরে যায়। আপনি নিশ্চিন্তে চা খান।
    চিংতা নি করৌ, ড্রাইভার লই যেং চহা পিং পৈ জৈ জাং। তুম আরামৈল চহা পিয়ৌ।
  • যুবক- তাহলে ঠিক আছে। এবার নিশ্চিন্তে চা খেতে পারবো। খিদে পেয়েছে, কিছু বিস্কুট দিয়ো তো।
    তব ঠিক ছ্, অব আরামৈল চহা পি সকনুং। বিস্কুট লই দিয়া, ভুক লাগি রই।
  • দোকানদার- বিস্কুট প্রায়ে শেষ, পোকরা খেয়ে নাও। গরম করে দিচ্ছি, দারুন পোকরা।
    বিস্কুট ত্ খতম হইরইং পকৌড়ি খই লিয়ৌ। গরম করি দ্যুংন বঢ়িয়া পকৌড়ি ছন।
  • যুবক- আচ্ছা ঠিক আছে, দাও পোকরা, সাথে একটু আচার ও দিও। একটু ভালো করে চা বানিয়ো।
    ঠিক ছ্ পকৌড়ী দি দিয়া, মুণিং খটৈ লই খিতিয়া। চহা জরা ভলৌ বড়ৈয়া।
  • দোকানদার- চা নিয়ে কোনো কথা হবেনা, আমার দোকানের চা খুব নাম করা। খেলে মনে রাখবেন।
    চহা কি নি কউ্ঔ, মেরি দুকানোংক চহা যাং মশহূর ছ্। পেলা ত্ যাদ করলা।
  • যুবক- গাড়ি ছারবে, মাই যাই গাড়িতে বসি। ধন্যবাদ।
    ঐগে হো গাঁড়ি, মৈ হিটুং ঔর গাঁড়ি মেং ভৈটুং। তুমর ধন্যবাদ।