ভাষা পরিবর্তন করুন
×
বিষয়বস্তু
বাংলা – কুমাওনি
মন্দিরে
  • হে ঈশ্বর, গোলজু তোমাকে প্রণাম।
    জয় হো পরমশ্বরা, জয় হো গোলজ্যু তুমরি।
  • নমস্কার পণ্ডিত মশাই
    পণ্ডিত জ্ঞু পইলাগ।
  • আশীর্বাদ যজমান। কোথায় থেকে এসেছেন?
    আশীর্বাদ জজমান। কাং বটি আছা?
  • পণ্ডিত মশাই আমরা আলমরা থেকে এসেছি।
    পণ্ডিত জ্যূ হম ত্ যেং অল্মা্ড বটি ঐ রযাং।
  • আলমরায় কোথায় থাকেন?
    কো জাংग রূংছা অল্মা্ড মেং?
  • আলমরায় আমরা জাখনাদেবি তে থাকি।
    হম ত্ জাখনদেবি মেং রূংনুং অল্মা্ড মেং।
  • ওখানে কী করেন?
    কে্ করছা বাং?
  • আমি বিদ্যুৎ দপ্তরে কাজ করি। অনেকদিন ধরেই ভাবছিলাম এখানে আসবো। আজকে অনেক কষ্টে আসতে পারলাম।
    বিজলী বিভাগ মেং ছুং। কতু দিনন বটি ঊংণৈ সোচণৌং ছ্যাং আজ বড় সকউ প্রোগ্রাম ধো ধো।
  • ভালো করেছেন এসেছেন, ঈশ্বর না চাইলে এমনিতেও আসা জায়না।
    ভল করৌ ঐগোছা, উসিক লৈ জব ঈষ্টৌ্ক হুকুম হূং তবৈ আদিম পুজি সকং।
  • পণ্ডিত মশাই, পুজোটা আপনি করিয়ে দিন তাহলে, আমরা বাড়ি থেকে এনেছি সব। আরো কিছু লাগলে বলবেন।
    পণ্ডিত জ্যূ পৈ অপুং পুজ করৈ দেলা, কুছ সমান ত্ হম ঘরৈ বৈ লৈ রযাং। জে কমীবেসি ছ্ অপূং বতৈ দিয়ৌ।
  • হ্যাঁ হ্যাঁ, আমাকে দেখান কী এনেছেন। আপনি সব কিছু এনেছেন দেখছি। বাইরের দোকান থেকে একটি নারকোল আর ঘন্টা কিনে আনুন। তারপর পুজো শুরু করা যাবে। যান, নিয়ে আসুন।
    হোয় হোয়, দেখাঔ ধং সমান মকং, কে্ কে্ লৈ্ রৌ্ছা। সমান সবই লৈ্ রৌ্ছা। এক ঘাংট ভৈ্ ঔর এক নারিয়াল ভৈ লিয়াঔ ভৈর দুকান বটি। বস ফির শুরূ কর দিনুং পুজ। জাঔ তুম লিয়াঔ সমান।
  • এই নিন পণ্ডিত মশাই, একটি নারকোল আর ঘন্টা। আর কিছু লাগবে?
    লিয়ৌ পণ্ডিত জ্যূ এক ঘাংট ঔর এক নারিয়ল ভৈ্ লি ঐয়ূং ময়। ঔর ত্ কে নি চৈংন?
  • না না আর কিছু লাগবেনা। কিছু প্রয়োজন হলে আমি এখান থেকে দিয়ে দেবো। এখন আপনি আপনার হাত মুখ ধুয়ে নিন।
    নৈ্ নৈ্ ঔর কে নি চৈংন। বাংকি জে কমীবেসি হোলি মে পুর করি দ্যূংন ইয়াং বটি। তুম হাতমূংখ ধ্বে আও পৈ্।
  • পণ্ডিত মশাই, ভালো করে পুজো করবেন, কোনও অভাব না থেকে যায়। আমাদের তাড়া নেই। নিশ্চিন্তে পুজো করুন
    পণ্ডিত জ্যু পুজ মাতরৈ ভলীকৈ করৈ দিয়া। হমনকং জল্দি ন্হাং। আরামৈল করাও।
  • আচ্ছা। এই দিকে নিজের স্ত্রীয়ের পাশে বসুন। বাচ্চাদের ওই দিকে বসিয়ে দিন। হাতে জল নিন
    ঠীক ছ্। ভৈটৌ তুম ইতরবৈ অপ্ংণি সেংণি দগাড়। নাংতিনন কং ইয়ো সাইড মেং ভৈটৈ দিয়ৌ। হাত মেং জল লিয়ৌ।
  • সঙ্কল্প করুন। ওম…
    সংকল্পকরৌ| ওম.................|
  • চলো, পুজো সম্পন্ন হয়েছে, এখন আপনি প্রণাম করে হাত জোর করে তিন বার পরিক্রমা করুন।
    চলো পুজ সম্পন্ন হয়ে অব তুম প্রণাম কর বের তীন বার পরিক্রমা কর লিয়ৌ হাত জোড় বের।
  • পরিক্রমা হয়ে গেছে। এবার চরণামৃত গ্রহণ করুন এবং বাচ্চাদের ডাকুন।
    হোগে পরিক্রমা পুরি। অব চরণামৃত লিয়ৌ ঔর নাংতিনন কং লৈ বুলাও।
  • নিন যজমান, পুজো সম্পন্ন। এই থলিতে আমি প্রসাদ এবং আশীর্বাদ দিয়ে দিয়েছি। এই ঘন্টিটি কে মন্দিরের কথাউ বেঁধে দিন। ইষ্টদেব এদের ভালো করুন। পরিবারে ধনধান্য, সুখ, শান্তি বজায় রাখুন। তোমার দোয়ায় এদের পুজো সম্পন্ন হয়েছে। হে ঈশ্বর। হে গোল জি।
    লিয়ৌ জজমান, পুজপাতি হৈগে সম্পন্ন। যো্ থৈলিম মেংল পরসাদ ভৈ্ অসীক ভৈ্ ধরি হ্যৈলি। তৌ্ ঘাংট কং অব কল্লৈই বাদি দিয়ৌ মন্দির মেং কেং। জৈ হো ঈষ্টা ইনৌ্র ভল করিয়া। পরিবার মেং ধনধান্য, সুখ শান্তি বণৈ রাংখ্যা। তুম্রি কিরপাল ইন্রি পুজপাতি সম্পন্ন হৈগে। জৈ হো ভগবান। জৈ হো গোলজ্যু।
  • পণ্ডিত মশাই, আপনার ক্রিপায় আমাদের পুজো সম্পন্ন হল। এই নিন আমাদের তরফ থেকে একটি ছোট দক্ষিণা। অবস্থা এখুন একটু খারাপ। পরের বার আমরা যখন আসবো, আপনার সেবায় ত্রুতি হবেনা। খারাপ মনে করবেন না। আমাদের মতই আপনার অবস্থা, সময়ে অসময়ে চালিয়ে যেতে হচ্ছে।
    পণ্ডিত জ্যূ অব অপূং কিরপাল পুজ ত্ হৈগে। যো্ হম লোগ নৈং তরবৈ নাংনিনাংনি দক্ষিণা স্বীকার করৌ থো্ডি ভউত জতুক লৈ ছ্। এঐল জরা হাত টাইট চল রৌ। ফির জব কভৈ ঊংন তব তুমরি ভলীকৈ সেবা করি জাংলি। নক জন মাংনিয়া। হমার ত্ জস লৈ ভৈয়া অপুংঈ ভৈয়া টৈম বে টৈম কাম চলুংনীং।
  • আরে যজমান, আপনি যা দেবেন আমি তাই গ্রহণ করবো। অর্থ সব নয়, মানুষের প্রেম সবথেকে সেরা। আপনি এতো আশা নিয়ে আমার কাছে এসেছেন, এমন কিছুই তো এখানে নেই। আপনি আমার পরিবারের মত হলেন। আপনার মঙ্গল হোক। এই ঈশ্বর সবাইকে সব কিছু মেপে মেপে দেন, আমি ওনার ভরসায় বাঁচি। আমি ওনার সেবক।
    অরে জজমান জে্ দি দেলা উ লি ল্যূংন। তস কে ফিকর নি করৌ। ডবলৈ জৈ কে্ হুং সব, আদিমী প্যার সবন হই ঠুলি চীজ ছ্। তুম ইতু ভ্রোসৈ্ল ঊংছা ম্যার পাস, তস কে নি ভৈ যাং। তুম হমার রোজৈ্কা ভয়া। বস তুমর ভল হইঈ চৈং। সবন কং দিণি বা্ল যৈ পরমেশ্বর ছন, ইনরৈ আসৌ্র হমনকং লৈ ছ্। হম ত ইনার সেবক ভয়াং।
  • এখন চলি পণ্ডিত মশাই। আমরা আবার আসবো, আবার কখনো দর্শন করবো।
    হিটনুঁ পৈ, এল পন্ডিত জ্যু। ফির কভণি দর্শন করুণ। হাম ত্ ঊংনৈ রূংনূং যাং।
  • হ্যাঁ হ্যাঁ একদম, আবার এসো। আশীর্বাদ রইলো।
    হোয়্ হোয়্ কিলৈ নৈ। আয়া ফির আয়া। আশীর্বাদ।