হ্যাঁ হ্যাঁ, আমাকে দেখান কী এনেছেন। আপনি সব কিছু এনেছেন দেখছি। বাইরের দোকান থেকে একটি নারকোল আর ঘন্টা কিনে আনুন। তারপর পুজো শুরু করা যাবে। যান, নিয়ে আসুন।
হোয় হোয়, দেখাঔ ধং সমান মকং, কে্ কে্ লৈ্ রৌ্ছা। সমান সবই লৈ্ রৌ্ছা। এক ঘাংট ভৈ্ ঔর এক নারিয়াল ভৈ লিয়াঔ ভৈর দুকান বটি। বস ফির শুরূ কর দিনুং পুজ। জাঔ তুম লিয়াঔ সমান।
এই নিন পণ্ডিত মশাই, একটি নারকোল আর ঘন্টা। আর কিছু লাগবে?
লিয়ৌ পণ্ডিত জ্যূ এক ঘাংট ঔর এক নারিয়ল ভৈ্ লি ঐয়ূং ময়। ঔর ত্ কে নি চৈংন?
না না আর কিছু লাগবেনা। কিছু প্রয়োজন হলে আমি এখান থেকে দিয়ে দেবো। এখন আপনি আপনার হাত মুখ ধুয়ে নিন।
নিন যজমান, পুজো সম্পন্ন। এই থলিতে আমি প্রসাদ এবং আশীর্বাদ দিয়ে দিয়েছি। এই ঘন্টিটি কে মন্দিরের কথাউ বেঁধে দিন। ইষ্টদেব এদের ভালো করুন। পরিবারে ধনধান্য, সুখ, শান্তি বজায় রাখুন। তোমার দোয়ায় এদের পুজো সম্পন্ন হয়েছে। হে ঈশ্বর। হে গোল জি।
পণ্ডিত মশাই, আপনার ক্রিপায় আমাদের পুজো সম্পন্ন হল। এই নিন আমাদের তরফ থেকে একটি ছোট দক্ষিণা। অবস্থা এখুন একটু খারাপ। পরের বার আমরা যখন আসবো, আপনার সেবায় ত্রুতি হবেনা। খারাপ মনে করবেন না। আমাদের মতই আপনার অবস্থা, সময়ে অসময়ে চালিয়ে যেতে হচ্ছে।
আরে যজমান, আপনি যা দেবেন আমি তাই গ্রহণ করবো। অর্থ সব নয়, মানুষের প্রেম সবথেকে সেরা। আপনি এতো আশা নিয়ে আমার কাছে এসেছেন, এমন কিছুই তো এখানে নেই। আপনি আমার পরিবারের মত হলেন। আপনার মঙ্গল হোক। এই ঈশ্বর সবাইকে সব কিছু মেপে মেপে দেন, আমি ওনার ভরসায় বাঁচি। আমি ওনার সেবক।