ভাষা পরিবর্তন করুন
×
বিষয়বস্তু
বাংলা – কুমাওনি
দুঃখ উপলক্ষে বলা কিছু শব্দ এবং বাক্য
  • বেচারি
    হাড়ী
  • শিব শিব
    শিবাউ, শিব
  • খুব দয়া হছে।
    আত্তি কইকই লাগ্ণে
  • এটি শুনে বেশ খারাপ লেগেছে।
    ভৌতৈ নক লাগো ইয়ো সুনঁ বের।
  • আমার দরকার হলে বলবে।
    ম্যার লাইক কে কাম হোলো তো বতৈ্যা।
  • এটি শুনে মনটা খারাপ হয়ে গেলো।
    ভৌতৈ মান খারাব হৈগো ইয়স সুনিঁ বের।
  • এটি কারুর হাথে ছিলোনা।
    ইয়ামে কৈ্কৈ হাতৈকি কে বাতে নী ভৈ।
  • ধৈর্য রাখো। আসতে আসতে সব ঠিক হয়ে যাবে।
    ধীরাজ ধারউ মান্ঠু মান্ঠু সব ঠিক হৈ জাল।
  • কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন।
    কে লাই দুখ তাক্লীফ হোলি তো মাঙ্ক বতৈ্যা।
  • এতে তো মানুষের হাথ হতে পারেনা।
    মেঁসানাঙ্ক হাতৈকি কে বাতে নী ভৈ ইয়মে।
  • কী আর করা যাবে, সব ভগবানের ইচ্ছা।
    কে কর যাই সাকীঁ, সব ভাগ্বানৈকি মারজি ভৈ।