×
Registration Form
Name
Email
Mobile
City
State
Country
×
Login details
Email
Password
×
Forgot Password
Email ID
×
Change Password
Existing Password
New Password
Confirm New Password
×
My Profile
Name
Email
Mobile
City
State
Country
কুমাওনি স্পিকিং শিখুন
বাড়ি
নিবন্ধন
প্রবেশ করুন
আমাদের সম্পর্কে
ভাষা পরিবর্তন করুন
Hindi
English
Kannada
Gujarati
Bengali
Marathi
Punjabi
Tamil
Telugu
Urdu
Follow us on :
☰
×
বিষয়বস্তু
সাধারণ জ্ঞাতব্য
কুমাওনি ভাষায় গণনা
কুমাওনি ভাষায় সপ্তাহের দিনগুলোর নাম
ভারতীয় সংস্কৃতিতে মাসগুলোর নাম কুমাওনি ভাষায়
ঋতুর নাম
কুমাওনি ভাষায় উৎসবের নাম
কুমাওনি ভাষায় সম্পর্ক
সাধারণ শব্দ এবং বাক্য
কুমাওনি সংস্কৃতিতে আশীর্বাদ করা
আশ্চর্য বোধ করার শব্দ ও বাক্য
আনন্দের উপলক্ষে বলা কিছু শব্দ এবং বাক্য
দুঃখ উপলক্ষে বলা কিছু শব্দ এবং বাক্য
কথোপকথনে ব্যবহৃত দুটি শব্দ এর বাক্য
বার্তালাপে ব্যবহৃত তিন শব্দের বাক্য
চার বা অধিক শব্দের বার্তালাপের বাক্য
ক্রিয়াপদের প্রকার
'আমি', 'আমাকে', 'আমার'-এর জন্য সঠিক ব্যক্তিগত সর্বনাম
দ্বিতীয় ব্যক্তির সর্বনাম ‘তুই’, ‘তুমি’,’আপনি’ এর জন্যে
'তিনি' এর জন্য তৃতীয় ব্যক্তির সর্বনাম
বাংলা ব্যাকরণ অনুসারে তিনটি কালেই ক্রিয়াপদের বিভিন্ন রূপ
উত্তম পুরুষ সর্বনাম "আমি" ব্যবহার করার সময় কালের তিনটি রূপেই বিভিন্ন ক্রিয়াপদ
দ্বিতীয় ব্যক্তি সর্বনাম 'তুমি' ব্যবহার করার সময় তিনটি কালে বিভিন্ন ক্রিয়াপদের রূপ
তৃতীয় ব্যক্তি সর্বনাম শব্দ ‘সে’ ব্যবহার করার সময় তিনটি কালে ক্রিয়াপদের বিভিন্ন রূপ
বাংলা ভাষা অনুযায়ী, বিশেষ্য শব্দ 'রাম' ব্যবহার করার সময় বিভিন্ন কালে ক্রিয়াপদের বিভিন্ন রূপ
ক্রিয়াপদের কিছু অন্য রুপ - 1
ক্রিয়াপদের কিছু অন্য রুপ - 2
অতীত কালে ক্রিয়াপদের কিছু উদাহরণ
ভবিষ্যত কালে ক্রিয়াপদের কিছু উদাহরণ
শব্দ সম্পদ
কৃষি সম্পর্কিত শস্য বা সিরিয়াল
পানীয় এবং দুধের সামগ্রী
রান্নাঘরের কিছু বস্তু
রান্নাঘরের বস্তু ও বাসনপত্র
খাবার সামগ্রী, খাবার সম্পর্কিত
শরীরের অঙ্গ
শারীরিক রোগ ও চিকিৎসা বা নিরাময়
সবজি
ফল
কৃষি
নদী, জলাধার, জঙ্গল, গাছপালা
পশু
পাখী
বাড়ি-ঘর, গোয়ালঘর এবং সংশ্লিষ্ট জিনিসপত্র
পোশাক এবং পোশাক
গয়না, সাজানোর জিনিষ
বৈবাহিক শব্দ
দৈনন্দিন জীবনে প্রায়শই ব্যবহৃত বাক্য
অচেনা ব্যক্তির সাথে কিছু সাধারণ ব্যবহৃত বাক্য
পরিচিত কারোর সাথে দেখা হলে
বাজারে দোকানদারের সাথে
রাস্তায় লিফট নেওয়ার সময়ে
ঘুরতে যাওয়ার সময় ট্যাক্সি স্ট্যান্ডে - 1
ঘুরতে যাওয়ার সময় ট্যাক্সি স্ট্যান্ডে - 2
ডাক্তারের কাছে
বাস স্টপে
বন্ধুর সাতে কথাবার্তা
দুই বন্ধুর মধ্যে কথাবার্তা
সহরে পুলিশের সাথে
আত্মীয়দের বাড়িতে
চায়ের দোকানে
মন্দিরে
নামকরণের নিমন্ত্রনে
বউভাতে
বাসে যাওয়ার সময়
কথাউ যাওয়ার জন্যে বাস স্টেশনে
কথাউ যাওয়ার জিন্যে রেলওয়ে স্টেশনে
সবজির দোকানে
পাড়ায় কথাবার্তা
থানায়
ব্যাঙ্কে
কুমাওনি ভাষায় যুগল তুকবন্দি
বাংলা –
কুমাওনি
কথাউ যাওয়ার জন্যে বাস স্টেশনে
দাদা, বাসটি কোথায়ে যাবে?
ড্রাইভার সৈপ যো বাস কাং যাংচৈং?
আরে আপনি বলুন কোথায়ে যাবেন?
আরে তুম বতাও তুমল কাং যাংচ ছে?
আমি আস্কট যাবো, কিন্তু এখন এখান থেকে পিথোরগাড় যেতে হবে। অখান থেকে বাকিটা দেখবো।
জান ত্ অস্কোট ছে লেকিন ফিলহাল যাং বটি ত্ পিথৌরগঢ যাংলৈ জান ছে, অঘিল কৈ ফির দেখুংন।
গাড়ি আলমরা অবধি যাবে, পিথোরগাড়ের গাড়ি ওখানে দাড়িয়ে, গিয়ে বসুন।
ইয়ো ত্ অল্মোড় তকৈ জাণিং বালি ছ্, পিথৌরগঢ়ৈকি বস পার উ সামণীং মেং ঠাড়ি ছ্, উমেং ভৈট জাও
ড্রাইভার বাবু, আপনার গাড়ি পিথোরগাড় যাবে?
ড্রাইভার সৈপ, তুমার বাস পিথৌরগঢ় জানাই কে?
হ্যাঁ যাবে, আপনার কাছে টিকিট আছে? না থাকলে ওই সামনের জানলা থেকে নিয়ে আসুন আগে।
হয় জাণাই, টিকেট লি হইলো? নি ল্হি রাখ তো লি আও পৈলি পার বাং সামনিং খিড়কি বটি।
একটু দাঁড়ান তাহলে, আমি বাসের সিটে আমার ব্যাগ রেখে জায়গা নিয়ে তারপর টিকিট নিয়ে আসি। কেমন?
জাগো পাই, পাইলি সীট ত্ ঘেড়ি ল্যুং বৈগ সীটম ধরি বের, ফির টিকেট ল্যূনৈং রূংন। কস কূংছা?
হ্যাঁ হ্যাঁ ব্যাগ রেখে সিট দখল করে টিকিট কেটে নিন, কিন্তু তাড়াতাড়ি করবেন, লম্বা লাইন।
হোয় হোয় ঘের ল্হিয়ৌ সীট, বৈগ ধর দিয়ৌ লেকিন জল্দি জৈবের টিকট লি আঔ, বাং লাইন লম্বী ছ্।
একটু দেখবেন, কেউ যাতে ব্যাগ নিয়ে চলে না যায়ে, ততক্ষণে আমি টিকিট কেটে আসছি।
তুম জরা মের বৈগৌক খ্যাল ধর দিয়া ধ্যাং, ক্বে লিজাংনৈং রৌলৌ তো হেগে, মৈং দৌড় বের টিকট ল্যুং।
যান যান, টিকিট কেটে নিন, সামনের ওই চতুর্থ কাউন্টার থেকে।
জাও জাও টিকেট লি আও পৈলি, পার উ চার নম্বর কাউন্টার দেখি রৌ বৈং মিলনীং।
দাদা, পিথরগাড়ের একটা টিকিট দিন। কত টাকা দেবো?
ভাই সৈপ, এক টিকেট পিথৌরাগঢ়কি দি দিয়ৌ ধ্যাং। কতু ডবল দ্যুং?
একশো পঞ্চাশ টাকার খুচরো দেবেন। সকাল থেকে খুচরো নেই, কী ঝামেলা।
টুটি ডবল দিয়া ডেঢ় সৌ রুপয়ো। ম্যার পাস টুটি ডবল বিলকুল লাই ন্হাঁতন, ভৌতৈ পরেশানি হৈরৈ।
চিন্তা করবেন না দাদা, আমি একশো পঞ্চাশ টাকার খুচরো দিচ্ছি। এই নিন, গুনে নেবেন।
অরে তুম চিন্তা নি করৌ দাদী, মৈং দ্যুং টুটি ডবল ডেঢ় সৌ রুপয়ো। যো লিয়ৌ গংণ ল্হিয়ৌ ভলীকৈ।
< Prev
Next >