ভাষা পরিবর্তন করুন
×
বিষয়বস্তু
বাংলা – কুমাওনি
দুই বন্ধুর মধ্যে কথাবার্তা
  • হরিশ - নমস্কার পান্ডে বাবু।
    নমস্কার পান্ডে জ্যু।
  • পান্ডে বাবু - নমস্কার হরিশ বাবু।
    নমস্কার হো হরীশ ভাই |
  • হারিশ - আর বোলো, কী খবর।
    ঔর কস ছন হালচাল, নঈ তা্জি কে্ ছ্।
  • পাণ্ডে জি - ভালো আছি রে। সব কালেই এক, আলাদা কী বা হবে।
    ঠীকৈ ছুং যার। সউং সুখিয়ন নৈ ভদো হরি, সব এক্কৈ জস ছ্।
  • হারিশ - আজকে কত দিন পর দেখা হলো।
    আজ ভৌত দিনোং মেং মুলাকাত হুণৈং।
  • পাণ্ডে জি - ভালো বলেছ ভায়া, আজকাল সময় হয়না একদম।
    যসই ভই যার, ফুর্সতৈ নি মিলনি নৌকরী বটি।
  • হরিশ - ঠিক বলেছো।
    বাত ত্ তুম সহী কূংণৌঞ্ছা।
  • পান্ডে জি - তুমি বল, কোথায়ে যাচ্ছিস?
    তু সুংণা, কাংহুং হৈরৈ দৌড।
  • হরিশ - তোমার কাছেই এসেছি। কত দিন তোমার সাথে দেখা হয়নি।
    তুমারই পাস আইয়ুং। কতু দিন বাটি দর্শনৈ নি হুংঙ ছি তুমার।
  • পাণ্ডে জি - আমি ভেবেছিলাম তোমার কাছে দেখা করতে যাবো, কিন্তু তুমি নিজেই চলে এলে।
    সোচন ত্ মৈলৈ লাগি রৈ ছয়ুং যার কি ত্যার পাস ঊংন কৈবের, তুই জই ঐগোছয়।
  • হরিশ - এক ব্যাপার, দেখা করা নিয়ে কথা, সে আমি আসি বা তুমি।
    এক্কৈ বাত ভৈ্,মৈং ঐয়ুং ভলৈ তুম ঊংনা ভলৈ। ভেট হুংণ দগৈ মতলব ভৈ্,হৈ্গে।
  • পাণ্ডে জি - এসো, ভিতরে এসে বসো। আরে চারু, একটু জল নিয়ে এসো।
    আ্ পৈ আ্ ভিতের কৈ্, ভিতের বৈঠ। অরে চারূ জরা পাংণি ল্যা ধং রে।
  • পাণ্ডে জি - এই নাও, আগে জল খেয়ে নাও, এই গরমে জল তেষ্টা পেয়েছে নিশ্চয়ই।
    লে যার পাংণি ত্ পে পৈলি, গর্মীনাং দিন ছন, প্যাস লাগি রৈ হুনৈ্লি।
  • হরিশ - হ্যাঁ হ্যাঁ আগে একটু জল খাই। ফ্রিজের নয় তো?
    হোয়, চ্যালা পাংণি পেবা পৈলি। ফ্রিজওক্ ত্ ন্হাং কেং।
  • চারু - না না কাকু, জালার জল, আমরাও তো ওই জালার জল খাই।
    নৈ্ নৈ্ ককা, ঘড়ৌ্ক পাংণি ছ্, হম লৈ ঘড়ৌ্কৈ পাংণি পিনুং।
  • হরিশ - তাহলে ঠিক আছে। এই পাখাটা একটু বাড়িয়ে দে তো।
    বস হৈগে চ্যালা। জরা তৌ পংখ তেজ কর দিয়ে যার।
  • পাণ্ডে জি - এই চারু, মা কে বল চা বানাতে। আর ভাই, বোলো কেমন আছো?
    অরে চারূ জরা চহা লৈ বড় কৌ্ ধং ভিতের অপ্নিং ইজ ধং। ঔর সুণাং হো।
  • হরিশ - আসলে আমি তমাকি কিছু জিজ্ঞেস করতে চাই, তুমি বড় বলে কথা।
    অসল মেং তুমনে ধং এক রায় লিণি ছি মকং পান্ডে জ্যু, কিলয় কি তুম ঠুল ভয়া।
  • পাণ্ডে জি - না না ঠিক আছে, আমি ঠিক করে বুঝতে পারলে নিশ্চয়ই পরামর্শ দেবো।
    অরে ঠুল হুল কে নৈ, হাং মেরি সমঝ মেং আলি বাত ত্ জরুর সহী সহী বতুংন।
  • হরিশ - মানসিকের গিরিশ বাবুকে চেনো, ওনার মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করার ছিল?
    তুম মানসিক গিরীশ জ্যু কং ত্ জাংণনৈ ছাং, উনরি চেলিক বার মেং পুছণ ছি।
  • পাণ্ডে জি - কে গিরিশ? রেবাধর বাবুর ছেলে? হ্যাঁ আমি ওনাদের পরিবার ভালোভাবে চিনি?
    কো গিরেশ, রেবাধর জিউক চাইল হোয়া উনারা পরিবার কা ভালেকাই জানু.
  • পাণ্ডে জি - আরে ওনার মেয়ে বসন্তি, লাখে একটি মেয়ে, খাঁটি সোনা।
    অরে যার উনৈরি চেলি বসন্তী ত্ লাখন মেং এক ছ্, সুন সমঝো সুন উকং।
  • হরিশ - আমিও এক কথা জিজ্ঞেস করতাম। আমার বড় ছেলে চন্দনের জন্যে। মেয়েটি কেমন হবে?
    বিকে লিজি পুছণ ছি মকং। অপন ঠুল চ্যাল চন্দনাংক লিজি। ক্ষি রৌলি উ?
  • পাণ্ডে জি - চোখ বন্ধ করে ওকে ঘরে তোলো। আমার পরামর্শ হাড়ে হাড়ে মনে রাখবে।
    অরে আংখ বন্দ কর বের ল্যাও উকং অপন ঘর। তুম লৈ কে যাদ করলা মেরি রায়।
  • হরিশ - ব্যাস, এইটুকুই জানার ছিল, তুমি ওনাদের ভালো করে চেনো তাই।
    বস ইতুকৈ রায় জাণণি ছি তুমরি কিলৈকি তুমনকং উনার বার মেং সব মালুম ছি।
  • পাণ্ডে জি - তাহলে কবে কথা বলবে ওনার সাথে? তাড়াতাড়ি কোরো নাহলে মেয়ে হাথ থেকে বেড়িয়ে যাবে।
    কব বাত করণউ ছাো উননধং? জল্দি করউ কেং হাোত বৈ মুচি গঈ তা চায্যৈ রৌলা।
  • হরিশ - আরে আমি কী করবো। তুমি সাথে যাবে আর তুমি কথা পাকা করবে, ব্যাস।
    অরে বাত হম কে্ করূণ। তুম দগা্ড হিট্লা ঔর তুমৈ বাত পক্কী করলা বস।
  • পাণ্ডে জি - বোলো কবে যাবে। কিছু প্রস্তুতিও নিতে হবে বৈকি।
    তো বতা কব হিটণ ছ্। তয়্যারি লৈ ক করণ পড়েলি উনার ইয়াং জাংণয়্কি।
  • হরিশ - তাহলে কালকেই যাই? গাড়ি আছে, চন্দন কেও নিয়ে যাবো, ও একটু দেখে নেবে।
    পৈ ভোবৈ হিটনুং। গাড়ি ছুই অপণ পাস চন্দন ক্ং লৈ লিজূংন, দেখ ল্যোল উলৈ।
  • পাণ্ডে জি - ঠিক আছে, চলো কাল যাই, আমি তৈরি। সকাল সকাল ঠাণ্ডায় বেড়িয়ে যাবো।
    ঠীক ছ্ ভোবৈ হিটনূং, মৈং তয়্যার রূংন। রত্তৈই নিকল জূংন ঠংড ঠংড মেং কস।
  • হরিশ - তাহলে ওই কথা রইলো। আমি গাড়ি নিয়ে সকালে চলে আসবো এখানে। এখুন উঠি।
    ঠীক ছ্ পক্ক রৈ। মৈং ভো রত্তৈই ঐ জূংন গা্ডি লিবের ইয়েং।অব হিটনূং ঐল।