ভাষা পরিবর্তন করুন
×
বিষয়বস্তু
বাংলা – কুমাওনি
শারীরিক রোগ ও চিকিৎসা বা নিরাময়
  • মাথা ধরা
    মুনাভ পীড়, খ্বার পিড়, কাপাভ পিড়
  • মাইগ্রেনের ব্যথা
    আধ্যা
  • বাচ্চাদের শরীরে বিজগুরি রোগ হওয়া
    দাদুর
  • জ্বর
    জর
  • ত্তলাউঠা
    হৈজ
  • হাঁপানি, শ্বাসযন্ত্রের রোগ
    সাসঁ
  • গরম আবহাওয়া বা গরম খাবার খেলে অস্বস্তি
    উদ্ভাড়
  • ডিসপেপসিয়া, বদহজম
    আফার
  • অন্ধ
    আঁখ নি দেখন
  • কান্না
    আসুঁ
  • শ্বাসকষ্ট, ঘুমের উদ্দেশ্যে মুখ দিয়ে শ্বাস নেওয়া, হাই তোলা
    হ্বা হ্বা করণ
  • লম্বা
    ঢাঁট
  • বমি
    উখাভ
  • কুঁজো
    কূবৌড়
  • টেরা
    ডৈণ্যা
  • কুষ্ঠ
    কোদ
  • কুষ্ঠরোগী
    কোড়ি
  • কোষ্ঠকাঠিন্য, শুষ্ক পেট
    পেট সুকাণ
  • কৃমি, পেটের কৃমি
    পেটা কিড়
  • চুলকুনি
    খাজি
  • বোবা
    লাট
  • কালা
    কাল
  • কানা
    কাণ
  • ল্যাংরা
    ডুন
  • এক বাহুবিশিষ্ট
    একহাতি
  • চক্ষুশূল
    স্যোড়
  • শুকনো কাশি
    কুকুরি খাঁসি
  • কথিত আছে যে মলের দিকে তাকালে চোখের পাতায় ফোঁড়া ও ব্রণ হয়। এটি নিরাময়ের জন্য নিজের গায়ে থুতু দিতে হয়
    আনৌদ
  • কাশি
    খাঁসি
  • পিচুটি
    গিদাড়
  • পুঁজ
    পিপ
  • ঘা
    পাকণ
  • ঘা পেকে যাওয়া, ফুলে যাওয়া
    সড়কন
  • রক্তপাত, রক্ত প্রবাহ
    খুন্যোভ
  • সর্দি
    সারদি
  • নাক থেকে যে তরল বয়ে
    সিডাণ
  • কানের ময়লা
    কানগু
  • বাত
    বাত
  • গলা ধরে যাওয়া
    গাভ মে খারি খারি
  • পিণ্ড
    গাঁঠ
  • ঘা
    ঘৌ
  • মাথা ঘোরা
    রিডৈ লাগান, রিঁগৈ লাগান
  • স্বাস্থ্যবান ব্যক্তি
    সান্ড মুসান্ড, মুস্টান্ড
  • তরুন ব্যক্তি
    জ্বান জুওান
  • স্বাস্থ্যবান
    দাড়মোট
  • ব্যাথা
    পীড়
  • পেটে কামড়
    পেট আমোরীণ
  • অত্যাধিক দুর্বলতা,নিরুদন
    হাড়ৈ হাড়
  • ঘুম
    নীন
  • পাথর
    পাথরি
  • পাগল
    পাগৌ্ল, পাগৌভ
  • পাগলামি
    পাগলীণ
  • তেষ্টা
    তীস
  • ফুসকুড়ি
    দাণ
  • বেঁটে
    বৌণ্যা, গাঁঠী, গন্ঠি
  • মুত্র, প্রস্রাব
    পিশাপ
  • চখে ছানি
    মোতিবিন্দ
  • মুখের স্বর
    আওয়াজ, বলাণ
  • হেঁচকি
    বাটুই
  • গেঁটেবাত, খিঁচুনি, অসাড়তা
    বাই বায়
  • গেঁটেবাত (আর্থ্রাইটিস)- এর কারণে শরীরের কোনো অঙ্গের কর্মহীনতা, কাঁপুনি বা অসাড়তা
    বাই পাড়ুণ
  • দাঁতে পোকা হওয়া
    ঘুন্ট
  • ফুলে যাওয়া
    অসাণ
  • দুর্বলতা
    ঝুরীন
  • ঘা পেকে যাওয়া
    পাকাণ
  • কোমরের শিরা মুড়ে গিয়ে অত্যাধিক ব্যাথা
    চাসাক, চাসেইক
  • ঘা ফুলে যাওয়া
    সাড়কাণ
  • তেষ্টা
    তীস, তিসা
  • অত্যাধিক খাওয়ার রোগ, ভাস্ম্রোগ
    ভাসাম রোগ
  • পেটে নাভির শিরায় টান পরে হওয়া ব্যাথা
    জোক
  • পেটে বায়ু তৈরি হয়ে পেট ফুলে যাওয়া
    বাই গ্বাল
  • পাঁজরে ব্যাথা
    ভাঁট পীড়
  • পীঠে ব্যাথা
    পুঠ পিড়
  • পীঠের শিরায় টান পরা
    চাসাক
  • পীঠে ব্যাথার জন্যে কোনো কাজ না করতে পারা
    কামার নি লাগাণ
  • চুলের খুশকি
    ফ্যাস
  • জল বা কাদার কারণে পায়ের আঙুলের মাঝে ঘা
    কত্যা, কাদ্যা
  • কাতুকুতু
    কুতকুতাই, গুদ্গুদাই
  • চুলকুনি
    কান্যাই, কান্যৈ, খাজি
  • মাঝে মাঝেই অসহ্য যন্ত্রণা হওয়া
    সাড়ৈক
  • ফোঁড়া কমে যাওয়া, ছোট হয়ে যাওয়া
    পাটকান
  • দাঁড়ানোর চেষ্টায় ঝুকে যাওয়া, মুড়ে বা পরে যাওয়া
    লাটকান
  • জ্বরের জন্যে কাতরানো বা নাক ডাকা
    নৌ্রত
  • গর্ভবতী হওয়া
    জাতকাও
  • গর্ভবতী মহিলা
    জাতকাই
  • ঋতুস্রাবের সময় মহিলাদের স্পর্শ না করতে পারা
    ছুঁত
  • মল
    গু
  • প্রস্রাব
    মুত
  • অতিসার
    দাস্ত
  • পাতলা জলের মত অতিসার
    ছেরু
  • বাতকর্ম
    গান
  • মল ত্যাগ করা
    হাগাণ
  • হঠাৎ করে অত্যাধিক অতিসার বা মল ত্যাগ করা
    হাগভারীণ
  • পা অথবা শরীরের কোনো অঙ্গে মোচড় খাওয়া
    আমাড়কীণ
  • ভুতে ধরা
    ছাও লাগাণ
  • চরস খেয়ে নেশা করা
    আতরাণ
  • মন্ত্রযুক্ত ধাগা কানে বেঁধে রোগের পুনরাবৃত্তি প্রতিরোধ করে
    ভেদ কারাণ
  • পাতলা লোহার রোড গরম করে শরীরের বিশেষ অঙ্গে প্রয়োগ করা
    তাও হালাণ
  • কোনো কাঠি বা ময়ূরের পালক দিয়ে ঝাড়ফুঁক করা
    ঝাড়ুন
  • রুগীর দিকে ছাই, মাটি ফুঁ দেওয়া
    ফুকণ, ফুক্ক মারণ
  • রুগীকে ঝাড়ফুঁক করা
    মান্ত্রান
  • নাম সঙ্কীর্তন রেখে ভগবানের আশীর্বাদ নেওয়া, বিভুত লাগিয়ে রুগী সুস্থ করা
    জাগার লাগুন
  • দেবতার নামে চাল, উরদ, টাকা ইত্যাদি রুগীর সুস্থতা কামনা করে নিবেদন করা
    উচৈণ ধারাণ