ভাষা পরিবর্তন করুন
×
বিষয়বস্তু
বাংলা – কুমাওনি
কথাউ যাওয়ার জিন্যে রেলওয়ে স্টেশনে
  • দাদা, এখানে টিকিট কাউন্টারতি কোথায়ে?
    ভাই, সৈপ ইয়াঁর টিকেট কাউন্টার কাংক্তে ছে?
  • অন্য দিকে যে হল দেখা যাচ্ছে, ওখানে।
    পার ও সামনে মেং উ জঁ হৌল দেখিংণউং ভিকের ছে।
  • দাদা, দিল্লির একটি টিকিট দিন। কত টাকা দেবো?
    ভাই সৈপ, এক টিকেট দি দিয়ো তুমি দিল্লিরক, কতু ডবল দয়ুং?
  • টাকা পরে দবেন, আগে রিজার্ভ করান, এই ট্রেনে রিজার্ভ না করে যাওয়া যাবেনা।
    ডবল বাদ মেং দেলা, রিজার্ভেশন করাও পৈলি, যো ট্রেন মেং বিনা রিজার্ভেশনাংক টিকেট নিং মিলন।
  • দাদা, একটু বলবেন রিজার্ভেশন কাউন্টারটি কোথায়ে? আমি প্রথম বার গ্রাম থেকে এসেছি।
    দাজ্যূ, জরা বতাও দেলা মকং যাং রিজার্ভেশন কাং হুং? মৈং পৈলি পৈলি ঐরৈযূং গাং বটি।
  • দাদা, রিজার্ভেশন কাউন্টারটি অইদিকে, সাত নম্বর জানানলেয় গিয়ে জিজ্ঞেস করুন।
    ভাই সৈপ, পার ও ছ্ রিজার্ভেশন কাউন্টার, সাত নম্বর খিড়কী মেং জাও ঔর ফরম মাংগ লিয়ৌ।
  • দাদা, একটি রিজার্ভেশন ফর্ম দেবেন?
    ভাই সৈপ, এক রিজার্ভেশন ফরম দেও মিলবে?
  • জানালার বাইরে বাক্সে আছে, জটা লাগবে নিয়ে নিন।
    খিড়কিক ভাইর বাই বক্স মেং ধর রাখিং লি লিয়ৌ জতুক চেইঞ্য।
  • এই নিন দাদা, দিল্লির জন্যে একটি রিজার্ভেশন করে দিন, আর বলে দিন কত টাকা লাগবে?
    ইয়ো লিয়ৌ ভাই সৈপ, জরা রিজার্ভেশন কর দিয়ৌ দিল্লি লিজি, ডবল লৈ বতাই দিয়ৌ কতুক দিংণ ছন?
  • হ্যাঁ দাদা, অন্তত ফর্ম ভরে আনবেন তো। গ্রাম থেকে এসেছেন নাকি? খালি ফর্ম নিয়ে আমি কী করবো?
    অরে ভাই, ইয়ো ফারম কৰ ভেৰ ত্ লাও। গৌং বটি ঐৰৌছা কে? খালি ফারমৌক কে কৰুং মৈং?
  • হ্যাঁ দাদা, প্রথম বার রাম্নগর এসেছি, রেগে যাবেন না দয়া করে। জইপুর যাবো, জানিনা কী করে।
    হোয়, দাদী, রামনগর পাইলি পাইলি এয়ারয়ুং, নারাজ নি হও। জয়পুর যাণ ছ মকং, কে অন্দাজ ন্হাং।
  • আচ্ছা, খারাপ মনে করবেন না। কাউকে দিয়ে ফর্ম টা ভরিয়ে নিন, তারপরে আমি রিজার্ভেশন করে দিচ্ছি।
    অরে নক নিং মানৌ, নারাজ নিং হুণংযুং। কৈ ধ্ং ফারম ভরবৈ লিয়ৌ ফির মৈ কর দ্যুংন রিজার্ভেশন।
  • আচ্ছা, আমি বুঝতে পারিনি ফর্ম ভরতে হবে, আমি ভাবলাম ফর্মটি এরম ভাবেই দিয়ে দিতে হবে।
    অচ্ছা ফারম ক্ং ভরণ পণং কৈ্ মকং পত্ত নি ছি, মৈল সমঝৌ কি ফারম যস্সিকৈ দিংণ পণং।
  • ভহাই, আমার এই ফর্মটি একটু ভরে দেবেন? আমি রিজার্ভেশন করতে চাই কিন্তু কীকরে ভরতে হয় জানিনা।
    ভাই সাইপ, আপুং মের ইয়ো ফারম ভর দেলা কে্? মকং রিজার্ভেশন করুণ ছ্ লেকিন মকং ভরণ নিং ঊংন।
  • কোনো অসুবিধা না, দিন আমি ভরে দিচ্ছি। কোথায়ে যাবেন বলুন?
    অরে কে্ বাত নৈ, লাঔ মৈ ভর দ্যূন ফারম। তুম যো্ বতাঔ জাংণ কাং ছ্ তুমল সহী সহী?
  • আমি জয়পুর যেতে চাই, কিন্তু আমাকে জানানো হয়েছিল যে আমাকে প্রথমে এখান থেকে দিল্লি যেতে হবে এবং তারপর সকাল দশটায় জয়পুরের জন্য একটি বাস ধরতে হবে।
    জাংণ তুমি জয়পুর ছ মৈল, লেকিন মকং লোগনল বতা কি পৈলি যাং বতি দিল্লী যাংও ফির বাং বতি জয়পুরাক লিজি, রাত্তৈ দস বাংজি দুহরি গাংডি মিললি জইল মৈ জয়পুর পুজি সকুল।
  • আমি এই কারণে জিজ্ঞাসা করছিলাম কোথায়ে যাবেন। এক্ষুনি জয়পুর পর্যন্ত আপনার সমস্ত রিজার্ভেশন করুন যাতে আপনাকে দিল্লি থেকে কিছু করতে হবে না এবং সরাসরি জয়পুরগামী বাসে বসতে পারেন। যদি তা না হয় তবে আপনাকে দিল্লি থেকে টিকিট এবং রিজার্ভেশনও করাতে হবে, এমন কিছু যা আপনি এখান করতে পারবেন না।
    তবৈ তুমি পুছণৈ ছ্যুং সহী বতাও কাং জাংণ ছ। অব তুম রিজার্ভেশন পুর জয়পুর তকৈকৈ করাও জইল তুমনক দিল্লী বতি ফির কে নিং করণ পড়ৌল বাস জয়পুরৈকি গাংডি মেং ভেট জইয়া সিদ্ধ। নতর ফির দিল্লী বতি রিজার্বেশন ঔর টিকট লৈ লিংণ পড়ৌল জা তুমাংর কইল বাং নিং হয় সকৌল।
  • আচ্ছা দাদা, যা ভালো বুঝবেন তাই করুন, আমার কোনো অসুবিধা নেই, আপনাকে ধন্যবাদ।
    ঠিক ছে, ভাই সৈপ! যশি ঠীক হুঁ ঔর মকং পরেশানী নিং হো উস কর দিয়ৌ, তুমার ধন্যবাদ।
  • এবার ঠিক করে নিজের নাম, ঠিকানা এবং বরস বলুন। সেই অনুযায়ী আমি আপনার ফর্ম ভরে দেবো।
    তো অব, অপণ নাম, সঠিক পত্তা ঔর উমর বতাঔ। মৈ তুমার ফারম ভরতে যাং ভিক হিসাবেল।
  • আমার নাম জীবন সিং, বয়স প্রায়ে চল্লিশ বছর। গ্রাম পাল্যুন, আলমরা জেলা।
    নাম তোমার জীবন সিংহ ছে, উমর চল্লিশ সাল হইগে হুনাল। গৌং পল্যুং, অল্মাড় জিল্লা ভই হমৌর।
  • এই নিন ফর্ম ভরে দিয়েছি। নিচে আপনার সই করে ওনাকে দিয়ে দিন ফর্মটি।
    যো লিয়ৌ ভরিগো ফারম। যমৈং তলি বে অপংণ দস্তখত কর দিয়ৌ ঔর অব জৈবের দিয়ৌ উকং।
  • এই নিন দাদা, ফর্ম ভরে দিয়েছি, ঠিক আছে?
    যো লিয়ৌ ভাই সৈপ ভরি হয়েলৌ ফরম, ঠিক ছে?
  • হ্যাঁ, ঠিক আছে এখন, সব ঠিক আছে শুধু নিচে এখানে আরেকটি সই করে দিন।
    হয়, অব ঠিক ছে যো ভাই ন বাত। ঔর তো সব ঠিক ছে লেকিন যাং দস্তখত লৈ তো করও য়মৈ তলি।
  • এখন এই টিকিট নিন আর আমাকে তিনশো চল্লিশ টাকা দিন।
    অব যো লিয়ৌ টিকেট ঔর তিন সৌ চালিশ রুপয়ে মকে দি দিয়ৌ।
  • দাদা আমার কাছে পাঁচশো টাকার নোট আছে
    পাঁচ সৌ রুপয়েংক নোট ছি মের পাস দাজ্যু।
  • দিন, আমি খুচরো ফেরত দিচ্ছি।
    লাউ দিয়ৌ মৈং বাকি ডবল বাপস দিনুং।
  • ব্যাস, জইপুর অবধি রিজার্ভেশন হয়ে গেছে, এখিন আরাম করে জইপুর যাবো।
    হয়ো নৈ রিজার্ভেশন ভাই সেপ জয়পুর তকৌক, অব ত্ জয় সকুং মৈং আরামেল জয়পুর জাংলয়।
  • হ্যাঁ হ্যাঁ, জইপুর অবধি রিজার্ভেশন হয়ে গেছে। চার নম্বর কচের আট নম্বর সিট আপনার।
    হয় হয় পক্ক হয়েগো জয়পুর তকৌক। চার নম্বর কোচ মেং আঠ নম্বরেকি সীট ছে তুমারি।
  • সব ঠিক আছে, কিন্তু কচ কনটি বুঝতে পারলাম না ভাই?
    বাকি ত্ সব ঠীক ছে সমঝ গয়ুং লেকিন যো্ কোচ কে্ ভৈ ভাই সৈপ? যো্ সমঝ মেং নিং ঐ।
  • আরে ট্রেনের কম্পারট্মেন্ট নম্বর চার, ইঙ্গিনের পরের কামরা থেকে গুনে চার নম্বরে গিয়ে বসে পড়ুন।
    অরে রেলাক ডাবৌক নংবর ছে চার। ইঞ্জনাংক বাদ ডাবন কং গণিংয়া ঔর চার নংবর মেং ভৈট জইয়া।
  • আচ্ছা, বুঝলাম, ধন্যবাদ ভাই আমাকে সাহায্য করার জন্যে।
    অচ্ছা অচ্ছা অব সমঝ গয়ুং। ধন্যবাদ ছে ভাই সেপ অপুঙ্ক মেরি ইতুক মদদ করণাংক লিজি।